Logo Logo

চট্টগ্রামে করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬


Splash Image

চট্টগ্রামে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। চলতি বছর এই নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মোট দুইজনের মৃত্যু হলো।


বিজ্ঞাপন


শনিবার (২১ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

করোনায় মারা যাওয়া ফজিলাতুন্নেছা নামের ওই নারীর বয়স ছিল ৭১ বছর। তিনি গত তিন দিন ধরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। চিকিৎসকদের বরাতে জানা গেছে, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয় জনের করোনা শনাক্ত হয়েছে। এই দিন চট্টগ্রামের ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে এক জন, শেভরন ল্যাবে তিন জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে দুই জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর চট্টগ্রামে মোট ৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নগর এলাকায় শনাক্তের হার তুলনামূলকভাবে বেশি।

করোনা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে জানিয়ে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমরা সবধরনের হেলথ প্রোটোকল অনুসরণ করছি এবং সংশ্লিষ্ট চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে।”

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা জরুরি প্রয়োজন ছাড়া ভারতসহ ভাইরাস সংক্রমণের ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে দেশের সব স্থলবন্দর ও বিমানবন্দরে হেলথ স্ক্রিনিং ও নজরদারি আরও জোরদার করতে বলা হয়েছে।

প্রতিবেদক - এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...