ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটে রোববার (২২ জুন) দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের আমগাঁও গ্রামে। এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী সোহরাব হোসেন ওইদিন সন্ধ্যায় সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী সোহরাব হোসেন সম্প্রতি আমগাঁও গ্রামে তার নিজ বাড়ির পাশে একটি পুকুর মাছ চাষের জন্য সংস্কার করেন। এই পুকুর ঘিরেই বিরোধের সূত্রপাত। স্থানীয় বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া ও তার সহযোগীরা প্রবাসীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন।
সোহরাব হোসেন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শাহজাহান ভূঁইয়ার নেতৃত্বে আলিফ ভূঁইয়া, ফারজানা করিমসহ ১০-১২ জনের একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। হামলার সময় প্রবাসী সোহরাবকে মারধর করে শাহজাহান ভূঁইয়া তার লাইসেন্সকৃত বন্দুক তাক করে হত্যার হুমকি দেন।
এ সময় সোহরাবের স্ত্রী ফাহমিদা পারভীন স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়া পাল্টা দাবি করে বলেন, “সোহরাব হোসেন পুকুর সংস্কারের নামে আমার জমির গাছপালা কেটে ফেলেছে। আমি বাধা দিতে গেলে উল্টো আমি মারধরের শিকার হয়েছি। আমার লাইসেন্সকৃত বন্দুক পরিষ্কার করার সময় তারা কেড়ে নেয় এবং সেই সময়ের ছবি তুলে অপপ্রচার চালানো হচ্ছে।”
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম বলেন, “ঘটনার কথা শুনেছি। দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হবে। তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
এদিকে ঘটনার বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান সাংবাদিকদের জানান, “একজন প্রবাসী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তা আমলে নিয়েছি। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”