Logo Logo

কোনোভাবেই ‘মব জাস্টিস’ গ্রহণযোগ্য নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা


Splash Image

ছবি : সংগৃহীত।

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদার ওপর সংঘটিত হামলাকে ঘিরে কড়া অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজ্ঞাপন


তিনি বলেছেন, “মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই এ ধরনের ঘটনা ঘটেছে—এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, “ওই ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্ত করে দেখা হবে কারা এর সঙ্গে জড়িত ছিল। যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত পাওয়া যায়, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, “যদি কোনো অপরাধী থাকে, তাহলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। কোনো অবস্থাতেই হাতে আইন তুলে নেওয়া যাবে না।”

কৃষিজমি সুরক্ষা ও দেশি ফল রক্ষার উদ্যোগ

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কৃষিজমি সংরক্ষণ নিয়ে পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, “কৃষিজমি সুরক্ষায় একটি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে কৃষিজমি দখল বা অননুমোদিতভাবে ব্যবহার রোধ করা যায়। একই সঙ্গে দেশি ফলের উৎপাদন কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করে সবাইকে দেশি ফলের গাছ রোপণে উৎসাহিত করার আহ্বান জানান।”

পরিদর্শন ও পরবর্তী কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় মৌচাক হর্টিকালচার সেন্টারে পৌঁছান জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন, পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান এবং মৌচাক ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিমসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে উপদেষ্টা চৌধুরী টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হন। সেখানকার পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করার কথা রয়েছে তার।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...