Logo Logo

বাংলাদেশের স্কাউটদের আত্মত্যাগ ইতিহাস গড়েছে : প্রধান উপদেষ্টা


Splash Image

ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ।

বাংলাদেশের স্কাউটরা আত্মত্যাগের মাধ্যমে বিশ্বের স্কাউটিং ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।


বিজ্ঞাপন


সোমবার (২৩ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে কাব কার্নিভালের উদ্বোধন ও ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “বাংলাদেশের স্কাউটরা ইতিহাস সৃষ্টি করেছে। দেশের জন্য, দেশের মানুষের জন্য ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারজন স্কাউট আত্মহুতি দিয়েছেন। স্কাউটিংয়ের ইতিহাসে এমন নজির বিশ্বের আর কোথাও নেই।”

তিনি আরও বলেন, “স্কাউটসের কার্যক্রম দুনিয়া ও নিজেকে আবিষ্কারের সুযোগ তৈরি করে। গৎবাঁধা ছাত্রজীবনে নিজের সঙ্গে পরিচিত হওয়ার খুব একটা সুযোগ থাকে না। স্কাউটিং সেই সুযোগের দরজা খুলে দেয়। এর মাধ্যমে শুধু নিজেকে নয়, অন্যদেরও নিজেকে জানার পথ তৈরি হয়।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিশু স্কাউট ও তাদের অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ। বক্তব্যের পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে স্কাউটিংয়ের গুরুত্ব ও মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার উপর জোর দেন প্রধান উপদেষ্টা।

উল্লেখ্য, ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ বাংলাদেশের শিশু স্কাউটদের সর্বোচ্চ স্বীকৃতি, যা তাদের নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে উৎসাহ জোগায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...