Logo Logo

স্বনির্ভর চসিক গড়তে ২১৪৫ কোটি টাকার বাজেট ঘোষণা করলেন মেয়র


Splash Image

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২ হাজার ১৪৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।


বিজ্ঞাপন


পাশাপাশি উপস্থাপন করা হয়েছে ২০২৪-২৫ অর্থবছরের ১ হাজার ২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেট। সোমবার (২৩ জুন) দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত বাজেট অধিবেশনে এই বাজেট পেশ করেন মেয়র।

ডা. শাহাদাত বলেন, দায়িত্ব গ্রহণের সময় চসিকের মোট দেনা ছিল ৫৯৬ কোটি টাকা, যা এখন কমে এসেছে ৪০০ কোটি টাকায়। গত ৮ মাসে দেড়শ কোটি টাকা দেনা পরিশোধ করা হয়েছে। তিনি জানান, চসিককে দেনামুক্ত ও স্বনির্ভর করাই তার লক্ষ্য।

নতুন অর্থবছরের বাজেটে অনুদান খাতে সর্বোচ্চ ১ হাজার ৯২ কোটি ৫ লাখ টাকা এবং নিজস্ব আয়ে ১ হাজার ৪৫ কোটি ২১ লাখ টাকা ধরা হয়েছে। মেয়র শাহাদাত জানান, আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে চসিক আর্থিকভাবে স্বনির্ভর হবে। বর্তমানে চসিক এলাকায় ২ লাখ ১৪ হাজার ৬৭৩টি হোল্ডিং এবং ১ লাখ ২৬ হাজার ৮৩৪টি ট্রেড লাইসেন্স রয়েছে, যেগুলো অনলাইন ব্যবস্থায় আনা হয়েছে। একইসঙ্গে ৮টি রিভিউ বোর্ডের মাধ্যমে গণশুনানি পরিচালিত হচ্ছে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ১৯টি খাল থেকে প্রায় ৪১ লাখ ঘনফুট আবর্জনা ও মাটি অপসারণ করা হয়েছে। ড্রেনেজ উন্নয়নে ১৪৮টি প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হয়েছে এবং বর্ষা মৌসুমে আরও ২০০টি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। মশক নিধনে আধুনিক প্রযুক্তির পাশাপাশি আমেরিকান লার্ভিসাইড ব্যবহার শুরু হয়েছে।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বাজেট বিবরণী উপস্থাপন করেন ভারপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। এ সময় চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

-এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...