Logo Logo

নলছিটিতে সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ


Splash Image


বিজ্ঞাপন


ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের প্রতাপ বাজার থেকে ঈশ্বরকাঠী আখড়াবাড়ি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২৩ জুন) সকাল ১১টার দিকে প্রতাপ বাজারে স্থানীয়দের আয়োজনে ইউনিয়নের সর্বস্তরের মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তৃতা করেন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাজমুল হাসান টিটু, ভৈরবপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রমিন হাওলাদার এবং স্থানীয় সমাজকর্মী হালিম হাওলাদার।

বক্তারা বলেন, প্রতাপ বাজার থেকে আখড়াবাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। রাস্তাজুড়ে খানাখন্দ আর কর্দমাক্ত অবস্থা, ফলে প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও তীব্র হয়ে ওঠে। বিশেষ করে রোগী পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং কৃষিপণ্য পরিবহন চরমভাবে ব্যাহত হচ্ছে।

তারা আরও জানান, বিষয়টি বারবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই তারা দ্রুত সড়কটি সংস্কার ও পুনর্নির্মাণ কাজ শুরু করার জোর দাবি জানান।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী প্রতাপ বাজার এলাকায় বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। তবে এলাকাবাসী সাফ জানিয়ে দেন, দ্রুত দাবি না মানলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...