ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৪ জুন) অনুষ্ঠিত এই বৈঠকটি ছিল ২০২৪-২৫ অর্থবছরের ১২তম সভা। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৫টি নতুন ও সংশোধিত উন্নয়ন প্রকল্পের অনুমোদন বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে অন্যান্য উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় যেসব প্রকল্প আলোচনায় এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্প্রসারণ
বিভাগীয় শহরগুলোতে মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন
চারটি নতুন মেরিন একাডেমিতে শিমুলেটর ও নৌপ্রশিক্ষণ সুবিধা স্থাপন
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা সম্প্রসারণ
রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রম
এছাড়াও আলোচনায় এসেছে—
বাংলাদেশের আন্তর্জাতিক টেলিযোগাযোগ সম্প্রসারণে তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপন
দেশের বিভিন্ন জেলায় নতুন ১৩টি সার সংরক্ষণাগার (বাফার গোডাউন) নির্মাণ
কিশোর-কিশোরী ক্লাব স্থাপন
কারিগরি শিক্ষার উন্নয়নে টিটিইটি রিচার্জ প্রোগ্রাম
সংস্কৃতি মন্ত্রণালয়ের ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্প
উন্নয়ন বাজেট ব্যবস্থাপনায় নতুন ডিজিটাল ডাটাবেজ স্থাপন
আইপিআইএমএস শক্তিশালীকরণ
ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে সরকারি নিরীক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি
সরকার আশা করছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি এবং প্রশাসনিক দক্ষতা খাতে বড় ধরনের অগ্রগতি সাধিত হবে। উন্নয়নমূলক এই পদক্ষেপগুলো দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলেও বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...