Logo Logo

মব জাস্টিস ঠেকাতে ব্যর্থ হলে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : ডিএমপি কমিশনার


Splash Image

ছবি : সংগৃহীত।

ঢাকায় মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা প্রতিরোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ জুন) দুপুরে রাজধানীতে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার কারিগরি সহায়তায় এবং ডিএমপির ডিআরএসপি প্রজেক্টের আওতায় আয়োজিত ‘সড়ক নিরাপত্তা পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ডিএমপি কমিশনার বলেন, “উত্তরায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে নিয়ে ঘটে যাওয়া মব জাস্টিসের ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা ইতোমধ্যে একটি মামলাও নিয়েছি। আমরা গণপিটুনিকে কখনও অনুমোদন দিই না। এ ধরনের ঘটনায় আমরা ছিনতাই ও ডাকাতির মতো মামলাও নিয়েছি।”

তিনি আরও বলেন, “মব জাস্টিসের একাধিক ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে কয়েকজন পুলিশ কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত এবং শাস্তির আওতায় আনা হয়েছে। তিন-চার মাস আগে যে হারে মব জাস্টিস হচ্ছিল, এখন তা অনেক কমে এসেছে।”

বাড়িতে হানা দেওয়ার প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, “রাতে বাড়িতে আসামি আছে শুনেই সেখানে গিয়ে দরজা ভাঙা বা হানা দেওয়ার মতো ঘটনাকে আমরা অনুমোদন দিচ্ছি না। এ কারণেই সম্প্রতি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা অনেকটাই কমেছে।”

তিনি সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, “কোনো অপরাধীকে ধরতে গিয়ে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আপনাদের কাজ পুলিশকে খবর দেওয়া—আমরা সেখানে গিয়ে ব্যবস্থা নেবো। কেউ যদি এই নির্দেশনা অমান্য করে, তাহলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “চাঁদাবাজির অভিযোগ পেলেই আমরা মামলা নিচ্ছি এবং গ্রেপ্তার করছি। যেমন, আদাবর থানায় একটি চাঁদাবাজির ঘটনায় আমরা মামলা নিয়েছি এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেছি।”

অনুষ্ঠানে সড়ক নিরাপত্তা বিষয়ে ‘পোস্টার ও স্লোগান প্রতিযোগিতা’-তে অংশ নেওয়া ১০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার ও জাইকার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...