Logo Logo

ঠাকুরগাঁওয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু


Splash Image

নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুনের আজ ছিল স্কুলে পরীক্ষার দিন। কিন্তু সেই পরীক্ষার হলে আর পৌঁছানো হলো না তার। বাবার কোলে চড়ে নয়, বরং বাবার সাথেই পাড়ি জমাতে হলো অনন্তের পথে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী খলিশাকুড়ী পোস্ট অফিসের সামনে ঘটে হৃদয়বিদারক এ দুর্ঘটনা। একটি ভিআইপি কোচের (ঢাকা মেট্রো-ব ১৪-৮১৫২) বেপরোয়া গতির ধাক্কায় প্রাণ হারান সিএনজি চালক মো. আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে রুবাইয়া খাতুন (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলস (প্রা: লি:) এর কোচটি খলিশাকুড়ী পোস্ট অফিসের সামনে পৌঁছালে পেছন থেকে একটি স্থানীয় সিএনজি ‘পাগলু’ গাড়িকে সজোরে ধাক্কা দেয়। গাড়িটি ছিল আশরাফুল ইসলামের, যিনি স্থানীয় বাসিন্দা। সেই গাড়িতেই ছিলেন তার মেয়ে রুবাইয়া—বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। বাবা তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে যাচ্ছিলেন।

ভয়াবহ ধাক্কায় সিএনজি গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক আশরাফুল ইসলাম। গুরুতর আহত রুবাইয়াকে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।

এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। রুবাইয়ার বই-খাতা আর স্কুল ইউনিফর্ম যেন সাক্ষ্য দিচ্ছে এক অসমাপ্ত স্বপ্নের।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। বাসটিকে আটক করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় বোদা হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একটি বেপরোয়া গতি কেবল দুটি প্রাণ কেড়ে নেয়নি, থামিয়ে দিয়েছে একটি কিশোরীর স্বপ্নও। এ মৃত্যু যেন আরেকটি জোরালো বার্তা দেয়—রাস্তার নিরাপত্তা এখনো কতটা অনিরাপদ, আর আমরা কতটা অসহায়।

প্রতিবেদক - মোঃ হুমায়ুন কবির রেজা, ঠাকুরগাঁও।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...