Logo Logo
খেলা

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের সামনে দুই ঐতিহাসিক অর্জনের হাতছানি


Splash Image

ছবি: সংগৃহীত।।

লিটন দাসের সামনে দ্বৈত মাইলফলকের হাতছানি—টেস্টে ৫০ ম্যাচ পূরণ ও সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড ভাঙার সুযোগ একসঙ্গে।


বিজ্ঞাপন


শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। এই ম্যাচটি বিশেষ তাৎপর্য বহন করছে টাইগার উইকেটরক্ষক-ব্যাটার লিটন দাসের জন্য। কারণ, একাদশে সুযোগ পেলেই দেশের দশম ক্রিকেটার হিসেবে টেস্টে ৫০তম ম্যাচ খেলবেন তিনি। ২০১৫ সালের জুনে ভারতের বিপক্ষে ফতুল্লায় টেস্ট অভিষেক হয়েছিল লিটনের। অভিষেক ইনিংসেই ৪৫ বলে ৮টি চার ও ১টি ছক্কায় ৪৪ রানের চমৎকার ইনিংস খেলেছিলেন এই ডানহাতি ব্যাটার।

টেস্ট ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৯ ম্যাচে অংশ নিয়ে ৪টি শতক ও ১৮টি অর্ধশতকে ৩৪.২৯ গড়ে ২৮৮১ রান করেছেন লিটন। বাংলাদেশের ইতিহাসে টেস্টে ৫০ বা তার বেশি ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় এর আগে ছিলেন—মুশফিকুর রহিম (৯৭), মুমিনুল হক (৭২), সাকিব আল হাসান (৭১), তামিম ইকবাল (৭০), মোহাম্মদ আশরাফুল (৬১), তাইজুল ইসলাম (৫৪), মেহেদি হাসান মিরাজ (৫৩), হাবিবুল বাশার (৫০) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৫০)।

শুধু ব্যাট হাতে নয়, গ্লাভস হাতে আরেকটি বড় মাইলফলকের খুব কাছাকাছি লিটন। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক হতে চলেছেন তিনি। বর্তমানে ১১৩টি ডিসমিসাল নিয়ে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন লিটন। দুজনেরই রয়েছে ৯৮টি ক্যাচ ও ১৫টি স্ট্যাম্পড আউট। তবে মুশফিক যেখানে খেলেছেন ৯৭টি টেস্ট, সেখানে লিটন মাত্র ৪৯ ম্যাচেই এই কীর্তি গড়েছেন।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের প্রথম টেস্ট উইকেটরক্ষক খালেদ মাসুদ। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৪৪টি টেস্টে ৮৭টি ডিসমিসাল (৭৮টি ক্যাচ ও ৯টি স্ট্যাম্পিং) করেছেন তিনি। চতুর্থ স্থানে রয়েছেন বর্তমান স্কোয়াডের নুরুল হাসান সোহান, যার ১১ টেস্টে ৩৪টি ডিসমিসাল রয়েছে (২৫টি ক্যাচ ও ৯টি স্ট্যাম্পিং)।

দ্বিতীয় টেস্টে মাঠে নামলেই লিটন দাসের সামনে থাকবে দেশের ক্রিকেট ইতিহাসে দুই গুরুত্বপূর্ণ রেকর্ড গড়ার সুযোগ—একদিকে ৫০তম টেস্ট খেলার মাইলফলক, অন্যদিকে সর্বোচ্চ ডিসমিসাল অর্জনের গৌরব। এখন দেখার পালা, এই ম্যাচেই কি নতুন অধ্যায়ের সূচনা করেন বাংলাদেশের নির্ভরযোগ্য এই উইকেটরক্ষক-ব্যাটার।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ