Logo Logo

পিআর পদ্ধতি ও স্থানীয় সরকার নির্বাচন নামে ফটকাবাজি বন্ধ করুন


Splash Image

আনুপাতিক হারে (পিআর) ভোট এবং স্থানীয় সরকার নির্বাচনের নামে ফটকাবাজি বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।


বিজ্ঞাপন


তিনি বলেন, “পিআর পদ্ধতিতে ভোট ও স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় সংসদ। তাই নির্বাচন কমিশনকে অনুরোধ করছি, জাতীয় নির্বাচন ঘিরে তফসিল ঘোষণা করুন। বিএনপি একটি গণতান্ত্রিক দল। জনগণ যাকে ভোট দেবে, তারাই ক্ষমতায় যাবে।”

শুক্রবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় মৌন মিছিলে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন।

এতে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।

-মোঃ খোকন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...