Logo Logo
বাংলাদেশ

দক্ষতা উন্নয়নের বিকল্প নেই : গোপালগঞ্জে উদ্যোক্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


Splash Image

“যে কোনো পেশায় প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা অর্জনের কোন বিকল্প নেই”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হলো উপজেলা ও পৌর ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের জন্য দিনব্যাপী ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ’ কর্মশালা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ পৌরসভার হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উদ্যোক্তাদের দক্ষতা অর্জনের ওপর জোর দেন এবং দ্রুত, আন্তরিক নাগরিক সেবা নিশ্চিত করার পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে, যেসব উদ্যোক্তার চুক্তির মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে, তাদের চুক্তি নবায়নের প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

কর্মশালায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ও পৌর প্রশাসক বিশ্বজিৎ কুমার পাল। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান এবং জেলা আইসিটি প্রোগ্রামার অফিসার আকিব মো. সাদিকুল ইসলাম।

প্রশিক্ষণে অংশ নেন গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের নারী ও পুরুষ উদ্যোক্তারা, জেলা ও উপজেলা পর্যায়ের প্রোগ্রামার কর্মকর্তারা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

দিনব্যাপী এ কর্মশালায় হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন ডিডিএলজি বিশ্বজিৎ কুমার পালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রশিক্ষণার্থীদের ডিজিটাল সেবার উন্নয়ন, সেবা প্রদান প্রক্রিয়ার স্বচ্ছতা, সময় ব্যবস্থাপনা ও নাগরিক সেবায় উদ্ভাবনী উদ্যোগের উপর দিকনির্দেশনা ও ব্যবহারিক অনুশীলন করানো হয়।

অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রশিক্ষণ উদ্যোক্তাদের বাস্তব কর্মজীবনে দক্ষতার সঠিক প্রয়োগে সহায়ক হবে এবং ডিজিটাল সেবাদানের মান আরও উন্নত হবে। তারা আরও মনে করেন, গোপালগঞ্জে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালা দেশের অন্যান্য জেলায় অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন

মেঘনায় কোস্টগার্ড সদস্যের মাথা ফাটাল জেলেরা
মেঘনায় কোস্টগার্ড সদস্যের মাথা ফাটাল জেলেরা
আকাশ ছোঁয়ার দিনে আকাশেই হারালেন সাগর
আকাশ ছোঁয়ার দিনে আকাশেই হারালেন সাগর