Logo Logo

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও বিশৃঙ্খলার বিরুদ্ধে মানববন্ধন


Splash Image

চিকিৎসাসেবা, সরকারি ওষুধ সরবরাহ, খাবারের মান এবং স্বাস্থ্যকর্মীদের আচরণসহ নানা অনিয়মের প্রতিবাদে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সড়কে স্থানীয় নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং দীর্ঘদিনের দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে রোগীদের সঙ্গে দুর্ব্যবহার, সরকারি ওষুধ সরবরাহে গড়িমসি, নিম্নমানের খাবার এবং দালালচক্রের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরেই চলে আসছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অনিয়মের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছেন না, ফলে সাধারণ মানুষ ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও জানান, সম্প্রতি বিধিবহির্ভূতভাবে টিকাদান কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যা সরকারি নিয়োগ নীতিমালার লঙ্ঘন। এ সময় দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শিউলি পারভীনের বিরুদ্ধে দায়িত্বে গাফিলতি এবং দুর্নীতির অভিযোগও তুলে ধরা হয়।

সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “এই হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। টিএইচও নিয়মিত অফিস করেন না। আমি যখন অনিয়মের প্রতিবাদ করি, তখন পরিকল্পিতভাবে আমাকে বিষক্রিয়ায় হত্যাচেষ্টা করা হয়েছিল।”

অভিযোগ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও টিএইচও ডা. শিউলি পারভীনের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, “বিষয়টি আমাদের নজরে আছে, গুরুত্বের সাথে দেখা হচ্ছে।” একই সঙ্গে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

মানববন্ধনে বক্তারা নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম সেবা পুনরায় চালুর দাবি জানান। একইসঙ্গে পর্যাপ্ত ওষুধ সরবরাহ, প্রয়োজনীয় ল্যাব টেস্ট সুবিধা নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সেবাপ্রদান ব্যবস্থা চালুর আহ্বান জানান তারা।

তাদের ভাষ্য, প্রায় দুই লাখ মানুষের চিকিৎসা নির্ভরশীল এ প্রতিষ্ঠানকে দুর্নীতিমুক্ত করে পূর্ণ সক্ষমতায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।

প্রতিবেদক - মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...