বিজ্ঞাপন
সোমবার (২৩ জুন) গভীর রাতে মুরগির বাজারসংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার উপপরিদর্শক (নিঃ) করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে আরিফ বিল্লাহকে হাতেনাতে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা (ওজন ৫.১ গ্রাম) এবং মাদক বিক্রির নগদ ৭০ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়।
আটক আরিফ বিল্লাহ খাসমহল এলাকার মৃত আ. ওয়াহেদ খলিফার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পলাতক রবিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
এ ঘটনায় আরিফ বিল্লাহ, রবিউল ইসলামসহ অজ্ঞাত আরও দুই-তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনি ১৯(ক), ১০(ক)/৪১ ধারায় নলছিটি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “মাদক নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ এক আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।” তিনি আরও জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদক - প্রতিবেদক - মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...