Logo Logo

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় পারমাণবিক স্থাপনাগুলো ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত’ : ইরান


Splash Image

ছবি : সংগৃহীত।

ইরানের পারমাণবিক স্থাপনাগুলো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় ‘ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তেহরানে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সাংবাদিকরা পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে বাঘাঈ বলেন, ‘হ্যাঁ, আমাদের পারমাণবিক স্থাপনাগুলো ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটা নিশ্চিত, কারণ এগুলোর ওপর একের পর এক হামলা হয়েছে।’ তবে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়ে বাঘাঈ বলেন, ‘এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, কারণ এটি একটি প্রযুক্তিগত বিষয়।’

ইরানি মুখপাত্র জানান, পারমাণবিক ক্ষয়ক্ষতির বিষয়টি এখন দেশটির পরমাণু শক্তি সংস্থা এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...