Logo Logo

বিচার ও পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন

নেত্রকোনায় রবিদাস পরিবারের ওপর হামলা ও উচ্ছেদ চেষ্টা


Splash Image

নেত্রকোনার পূর্বধলায় রবিদাস সম্প্রদায়ের পাঁচটি পরিবারের ওপর হামলা


বিজ্ঞাপন


ঘরবাড়ি উচ্ছেদ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে 'বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)' ও 'নাগরিক উদ্যোগ'।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে নেত্রকোণা জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিডিইআরএম-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস। সভাপতিত্ব করেন সংগঠনের নেত্রকোণা জেলা শাখার সভাপতি নন্দলাল রবিদাস (মাস্টার)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্বধলা উপজেলার জালশুকা বাজার সংলগ্ন সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী পাঁচটি রবিদাস পরিবারের ওপর তিন দফায় সশস্ত্র হামলা চালানো হয়—ঈদের আগের দিন (৬ জুন), ঈদের পরদিন (৮ জুন) ও ১০ জুন।

হামলায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন আহত হন। ভাঙচুর করা হয় ঘরবাড়ি, লুটে নেওয়া হয় গচ্ছিত অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র।

ভুক্তভোগী সুনীল রবিদাস বলেন, “আমরা প্রায় ৫০ বছর ধরে এ জমিতে বসবাস করছি। অভিযুক্তরা পৈত্রিক সম্পত্তির দাবি করলেও তাদের কাছে কোনো বৈধ দলিল নেই। আমরা কেবল নিরাপদে থাকতে চাই।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রবিদাস ফোরামের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক রবিন রবিদাস, রবিদাস ছাত্র ফোরামের সাংগঠনিক সম্পাদক এস. স্বাধীন চন্দ্র রবিদাস, এবং ভুক্তভোগী পরিবারের কয়েকজন সদস্য।

সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে:

১. ভুক্তভোগী পরিবারগুলোর উচ্ছেদের অপচেষ্টা অবিলম্বে বন্ধ,

২. একই জায়গায় স্থায়ী আবাসনের ব্যবস্থা (চিরস্থায়ী বন্দোবস্ত),

৩. হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি,

৪. শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকায় সরকারি সহায়তা,

৫. পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।

বক্তারা বলেন, “এই হামলা শুধু কয়েকটি পরিবারের ওপর নয়, এটি একটি নিপীড়িত জনগোষ্ঠীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। আমরা সরকারের কাছে মানবিক ও কার্যকর পদক্ষেপ দাবি করছি।”

তারা গণমাধ্যম, মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান, যাতে রবিদাস পরিবারের কণ্ঠরোধ না হয় এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়।

-মুহা. জহিরুল ইসলাম অসীম, স্টাফ রিপোর্টার, নেত্রকোণা

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...