Logo Logo

চকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত


Splash Image

চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব তাদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে উৎসবমুখর পরিবেশে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টায় চকবাজার প্যারেড মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ এম রিয়াজ কামাল হিরণ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "আমরা চাটগাঁবাসী" সংগঠনের সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক এবিএম ইমারন।

বিশেষ অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা মুখপাত্র মাহবুবা খাদিজা ইলা।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের মডারেটর দেব প্রিয় বড়ুয়া, সদস্য মোহাম্মদ তারেক, আইমন, সাইদুর রহমান রাকিব, আবরার সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

রক্তদানে সচেতনতামূলক লিফলেট বিতরণ

অনুষ্ঠান শেষে থ্যালাসেমিয়া ও স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। এতে সাধারণ মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার বার্তা পৌঁছে দেওয়া হয়।

মানবতার পাশে চার বছর

চকবাজার ব্লাড ডোনার’স ক্লাব গত চার বছরে অসংখ্য রোগীর জন্য রক্ত সংগ্রহ, রক্তদানে উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক কার্যক্রম ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

-এ এম রিয়াজ কামাল হিরণ, চট্টগ্রাম

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...