Logo Logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৫


Splash Image

ছবি : সংগৃহীত।

মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।


বিজ্ঞাপন


দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৭ জুন) গভীর রাত আনুমানিক ৩টার দিকে, এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে, লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার মধুগ্রাম গ্রামের জিল্লুর রহমান (৬৫), পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলির ছেলে ডাক্তার জালাল, একই উপজেলার বাসিন্দা হালিম (৫৫), এবং বাসের হেলপার হাসিব (৩২)। তাদের মধ্যে জিল্লুর রহমান ও ডাক্তার জালাল ঘটনাস্থলেই প্রাণ হারান, পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর হালিম ও হেলপার হাসিব মারা যান।

হাসাড়া হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যশোর জেলার নোয়াপাড়া থেকে ঢাকামুখী হামদান পরিবহন বাসটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি জনসভায় অংশ নিতে যাচ্ছিল। পথে এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় একটি মিনি ট্রাক বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনার পর আহত ১৫ জন যাত্রীকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির জিলানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুইটি গাড়িই বর্তমানে আটক রয়েছে। তবে ঘাতক ট্রাক ও বাসের চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।”

এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বলছে, যানবাহনের গতি নিয়ন্ত্রণে না থাকা ও চালকের অসতর্কতাই এই দুর্ঘটনার প্রধান কারণ হতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...