Logo Logo
জাতীয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও স্বৈরাচারী আচরণের অভিযোগে দলটিকে নিষিদ্ধ করার দাবি উঠে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং সাধারণ জনগণের পক্ষ থেকে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, বিষয়টি তারা ‘গুরুত্বের সঙ্গে’ বিবেচনা করছে এবং দ্রুতই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শুক্রবার সন্ধ্যায় পাঠানো এক সরকারি বিবৃতিতে জানানো হয়, “জনগণের দাবি ও অভিযোগ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। আলোচনা সাপেক্ষে নিষিদ্ধকরণ বিষয়ে দ্রুততম সময়ে পদক্ষেপ নেওয়া হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, যা জাতিসংঘের সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সরকার বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে জাতিসংঘের পর্যবেক্ষণকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

উল্লেখযোগ্য যে, ইতোমধ্যে ছাত্রলীগকে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে চিহ্নিত করে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সরকার জানিয়েছে, আইনের আওতায় থেকে সব ধরনের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মানবতাবিরোধী অপরাধে জড়িত সংগঠনের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধনের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে সরকার। এ আইন সংশোধনের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিচারের বাধা দূর হবে বলে আশা করা হচ্ছে।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিদেশ গমনের প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, “জনগণের ক্ষোভ সরকার লক্ষ্য করেছে। যেসব ব্যক্তি বা চক্র এর সঙ্গে যুক্ত, তাদের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এই পদক্ষেপগুলো দেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। সরকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল পক্ষকে সংযম ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ