বিজ্ঞাপন
ফলে প্রাতিষ্ঠানিক কোনো পরিচয়পত্র ছাড়াই পার করতে হয়েছে বিশ্ববিদ্যালয় জীবনের একটি সেমিস্টার।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ২৪তম ব্যাচের ক্লাস শুরু হয় গত বছরের নভেম্বর মাসে। আইডি কার্ড না থাকায় ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে নানাবিধ কাজে নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন অনেক শিক্ষার্থী। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে অনেককেই।
এরই মধ্যে ২৫তম ব্যাচের ভর্তি কার্যক্রমও প্রায় শেষ পর্যায়ে। আগামী মাস থেকে ২৫তম ব্যাচের ক্লাস শুরুর কথা রয়েছে। যেখানে সাত মাস পেরিয়েও ২৪তম ব্যাচ এখনো ছাত্রত্বের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়নি, সেখানে ২৫তম ব্যাচের শিক্ষার্থীদের আইডি কার্ড কবে নাগাদ দেওয়া হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
২৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলে তারা জানান, এখনও অফিসিয়াল কোনো আইডি কার্ড হাতে পাইনি। কবে দেওয়া হবে সে বিষয়েও কিছু জানি না। ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম, কিন্তু আইডি কার্ড না থাকায় তা হয়নি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ওয়াই-ফাই সুবিধা পাওয়ার জন্যও আইডি কার্ড প্রয়োজন। দ্রুত আইডি কার্ডের ব্যবস্থা করা হলে আমাদের জন্য সুবিধা হতো।
আইডি কার্ড না পাওয়ার বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আইডি কার্ড পাওয়া অবশ্যই একজন শিক্ষার্থীর অধিকার। তারা এখনও আইডি কার্ড পায়নি—এটা আমার জানা ছিল না, আমাকে কেউ এ বিষয়ে অবগতও করেনি। যারা আইডি কার্ড পায়নি, তারা এডভাইজার সেকশনের অফিসে যোগাযোগ করলে আমি দ্রুততম সময়ের মধ্যে আইডি কার্ড প্রদানের ব্যবস্থা করতে বলব। সংশ্লিষ্ট সবাইকে দ্রুত আইডি কার্ড প্রদানের নির্দেশ দেব।”
-মোঃ আওলাদ হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি