Logo Logo
জাতীয়
জন্মদিনে স্মরণ

৮৫ বছরে পা রাখলেন ড. ইউনূস: ক্ষুদ্রঋণের পথিকৃৎ এখন অন্তর্বর্তী সরকারের প্রধান


Splash Image

আজ ২৮ জুন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন। ১৯৪০ সালের এই দিনে চট্টগ্রামের হাটহাজারীর বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।


বিজ্ঞাপন


পড়াশোনায় বরাবরই মেধাবী ড. ইউনূস চট্টগ্রাম কলিজিয়েট স্কুল থেকে মেট্রিকুলেশনে দেশের সেরা ছাত্রদের মধ্যে স্থান করে নেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে তিনি ফুলব্রাইট স্কলার হিসেবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার সুযোগ পান এবং ১৯৭১ সালে ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

মুক্তিযুদ্ধকালীন সময়ে তিনি যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ইনফরমেশন সেন্টার’ পরিচালনার মাধ্যমে স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ে ভূমিকা রাখেন। দেশে ফিরে ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় তিনি দারিদ্র্য দূরীকরণে কাজ শুরু করেন এবং ১৯৭৬ সালে পরীক্ষামূলকভাবে চালু করেন গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ প্রকল্প, যা ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে স্বীকৃতি পায়। আজ তা শুধু বাংলাদেশের গ্রাম নয়, বিশ্বের ৪০টিরও বেশি দেশে অনুকরণীয় মডেল হিসেবে বিবেচিত।

ড. ইউনূস নোবেল শান্তি পুরস্কার (২০০৬), প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম (২০০৯), কংগ্রেসনাল গোল্ড মেডেল (২০১০) সহ বহু দেশি-বিদেশি সম্মাননায় ভূষিত হয়েছেন। গত বছর ছাত্র-জনতার আন্দোলনের পর আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে ২০২৪ সালের ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।

-এমএসকে

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ