Logo Logo
অপরাধ

কিশোরীকে ৫ মাস আটকে রেখে ধর্ষণ, অবশেষে র‍্যাবের হাতে আটক


Splash Image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৫ মাস ধরে আটকে রেখে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযুক্ত যুবকের নাম জাহেদ হাসান (৩৭)।


বিজ্ঞাপন


তিনি সোনাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরফকির গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

শনিবার (২৮ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু। এর আগে, একই দিন সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির ভক্তপুর ইউনিয়নের সাঁকোতলা বাজার এলাকা থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন সন্তানের জনক জাহেদ ভিকটিমের প্রতিবেশী ছিলেন। গত ৬ জানুয়ারি সকালে বাড়ির পাশে ধান শুকানোর মাঠে গেলে, ঘন কুয়াশার মধ্যে কিশোরীর মুখে চেতনানাশক স্প্রে করে অপহরণ করে জাহেদ। এরপর তাকে চট্টগ্রামের কাপ্তাই এলাকায় একটি দোকানের পেছনে আটক রেখে দীর্ঘদিন ধর্ষণ করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিশোরী প্রতিবাদ করলে জাহেদ তার ডান হাতে ছুরি দিয়ে আঘাত করে এবং ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ চালিয়ে যায়। একপর্যায়ে ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে, জোরপূর্বক ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটানো হয়।

গত ১৮ জুন দুপুরে ভিকটিমকে নিজ বাড়ির কাছে ফেলে রেখে পালিয়ে যায় আসামি।

র‍্যাব জানায়, ঘটনার পরপরই ভিকটিমের পরিবার হাতিয়া থানায় সাধারণ ডায়েরি করেন এবং পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে মামলা রুজু করা হয়। গ্রেপ্তার জাহেদ হাসানকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ