বিজ্ঞাপন
এই অব্যবস্থার প্রতিবাদে এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজ রবিবার (২৯ জুন) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ মিছিল বের করেন।
এর আগেও গত বছরের ১৭ সেপ্টেম্বর একই দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছিলেন।
বিক্ষোভ সমাবেশে অংশ নেন অ্যাডভোকেট আব্দুন নুর, সাংবাদিক শাহাদাত হোসেন, সাংবাদিক বিশ্বজিত পাল বাবু, বাংলাদেশ ছাত্র মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ফাহিম মুনতাসির, সাধারণ সম্পাদক সানিউর রহমান, জসিম উদ্দিন, সাবের হোসেন, শাহ আলম পালোয়ান, মুকাররম আদি প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির পীঠস্থান হিসেবে পরিচিত তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়া একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ জেলা। এখানে দেশের সর্বোচ্চ গ্যাস উৎপাদিত হয়, রয়েছে দেশের অন্যতম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, বৃহত্তম ইউরিয়া সার কারখানা, দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর (আখাউড়া), নৌবন্দর ও রেলওয়ে জংশন। এত কিছুর পরও এই জেলায় আজও কোনো সরকারি মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়নি।
তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জনসংখ্যা, ভৌগোলিক গুরুত্ব এবং অবকাঠামোগত সুযোগ-সুবিধার কথা বিবেচনায় নিয়ে দ্রুত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সময়ের দাবি।
- মোঃ খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...