Logo Logo
ক্যাম্পাস

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা পদ্ধতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা


Splash Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের

ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণ করেন।

সোমবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেই আপনারা বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষক হয়েছেন। তবে যেকোন প্রশিক্ষণই গুরুত্বপূর্ণ। এই প্রশিক্ষণ কর্মশালায় আপনারা উপকৃত হবেন বলে আমি আশা করছি। এই প্রশিক্ষণেরপর আপনারা যদি আগামী ছয় মাস বা এক বছরের মধ্যে (Acceptance Letter) গৃহীত পত্র দেখাতে পারেন তাহলে বুঝবো এই প্রশিক্ষণ ফলপ্রসু হয়েছে।’

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. জাহিদুল ইসলাম।

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ