Logo Logo
ক্যাম্পাস

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস উপলক্ষে কুইজ ও আলোচনা সভা


Splash Image

ছবি-কুইজ ও আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদয়ন কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান


বিজ্ঞাপন


অর্থনীতি বিভাগের সহশিক্ষামূলক সংগঠন ইকোনমিক্স এক্সিলেন্স সেন্টার এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর যৌথ উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয় সোমবার (৩০ জুন) বিকেল ৫টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এস এম হাসান তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব নজরুল ইসলাম এবং এনডিপির প্রজেক্ট ম্যানেজার আব্দুল মালেক আকন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. ফিরোজ আহমদ বলেন,

“পরিবেশ দূষণ কমাতে হলে প্রথমে আমাদের পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। এর প্রতিটি উপাদানকে বুঝে দায়িত্বশীল আচরণ করতে হবে।”

এনডিপি’র প্রজেক্ট ম্যানেজার আব্দুল মালেক আকন্দ বলেন,

“আমরা প্রতিদিন নানা উপায়ে পরিবেশকে দূষিত করছি। এর মধ্যে সবচেয়ে বড় ভূমিকা রাখছে প্লাস্টিক দূষণ। যদিও প্লাস্টিক আমাদের জীবনের অংশ হয়ে উঠেছে, তবুও এর ব্যবহার নিয়ন্ত্রণের মাধ্যমে দূষণ রোধ সম্ভব।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নজরুল ইসলাম বলেন,

“পরিবেশ রক্ষায় তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণরাই পারে এ সংকট সমাধানে নেতৃত্ব দিতে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইকোনমিক্স এক্সিলেন্স সেন্টারের মডারেটর মোঃ সামসুদ্দীন সরকার। তিনি তাঁর বক্তব্যে বলেন,

“বিশ্ব পরিবেশ রক্ষায় শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জ্ঞানচর্চার ক্ষেত্রও তৈরি করে।”

অনুষ্ঠানের দ্বিতীয় অংশে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বাংলা বিভাগের জুয়েল রানা প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন অর্থনীতি বিভাগের আকাশ কুমার সাহা এবং তৃতীয় হন বাংলা বিভাগের কাকলী আক্তার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্যসহ অতিথিরা।

-মো. হাফিজ

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ