ছবি-পরীক্ষার্থীদের পাশে ছাত্রদল
বিজ্ঞাপন
ঝালকাঠির রাজাপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে ছাত্রদল। মঙ্গলবার (১ জুলাই) সকালে বড়ইয়া ডিগ্রি কলেজ কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের পক্ষ থেকে এই সহায়তা সামগ্রী বিতরণ উদ্যোগ নেন রাজাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাসিম সোহেল।
কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থীর মাঝে পানি, খাবার স্যালাইন, কলমসহ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকরা জানান, পরীক্ষার্থীদের মানসিক উৎসাহ ও শারীরিক সুস্থতা নিশ্চিতে এ মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা, যুগ্ম আহ্বায়ক মো. নাসিম সোহেল, বড়ইয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি সাফওয়ান কিবরিয়া মুন্না, আব্দুল মালেক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জহিরুল ইসলাম জিহাদ, বড়ইয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব হোসেন বাপ্পি, ও বড়ইয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন।
নেতাকর্মীরা জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ও সহযোগিতা করা ছাত্রদলের ধারাবাহিক মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
-মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...