Logo Logo

পরীক্ষার হলে মোবাইল, অসদুপায়—মহিপুরে তিনজন বহিষ্কৃত


Splash Image

পটুয়াখালীর মহিপুরে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন—

মোসা. বৈশাখী হাওয়া, বিজ্ঞান বিভাগ, কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ (রোল: ১১০৬৫৩)

মোসা. উন্মে হানি শাম্মি, মানবিক বিভাগ, একই কলেজ (রোল: ২৩০১১৮)

ওবায়দুল মাতুব্বর, ধুলাসার আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ (রোল: ২৩০৭৮৭)

কলাপাড়া মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ এবং আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক ঘটনাস্থলে উপস্থিত থেকে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ দেন।

🔍 প্রশাসনের অবস্থান

সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন,

“পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মোবাইল ফোন বা অসদুপায় বরদাশত করা হবে না।”

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বলেন,

“শিক্ষার্থীদের নিয়ম-কানুন সম্পর্কে সচেতন করা হয়েছিল। এরপরও কেউ নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান,

“পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনিয়ম ঠেকাতে প্রশাসন, পুলিশ ও শিক্ষা বোর্ড একসাথে কাজ করছে।”

-জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...