Logo Logo
কৃষি

সরকারি সহায়তায় খুশি লালমোহনের প্রান্তিক কৃষকরা


Splash Image

ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন হয়।


বিজ্ঞাপন


ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ আজিজ।

২০২৪-২০২৫ অর্থ বছরের খরিফ/২ (২০২৫-২৬ মৌসুম) কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার মোট ৪২০০ জন ধান চাষিকে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হবে।

এছাড়া ৯০ জন সবজি চাষিকে উফশী জাতের শাকসবজির বীজ ও ৫ কেজি করে সার এবং ৪০০ জন মরিচ চাষিকে হাইব্রিড মরিচ বীজ ও ৫ কেজি করে সার দেওয়া হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান নিটোল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা।

প্রতিবেদক- রিয়াজ উদ্দিন।

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
২০২৬ বিশ্বকাপের আগে বড় পরিবর্তন, পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম!
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা
চোখের জল মুছতে মুছতে ছেলে হত্যার বিচার চান আসিফের মা