Logo Logo

কৃষিজমির সঠিক ব্যবহারেই টেকসই উন্নয়ন সম্ভব: মহাপরিচালক আব্দুর রহিম


Splash Image

কৃষিজমির সর্বোচ্চ ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করলেই দেশের টেকসই উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আব্দুর রহিম। তিনি বলেন, কৃষি ও কৃষকের অগ্রগতি মানেই দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি। তাই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি জমিকে তার উপযোগিতা অনুযায়ী চাষের আওতায় আনতে হবে।


বিজ্ঞাপন


শনিবার(২৪ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া পৌর কমিউনিটি সেন্টারে কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রমের আওতায় আয়োজিত দিনব্যাপী অরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান।

মহাপরিচালক বলেন, বর্তমানে অনেক কৃষক প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করছেন, যা দীর্ঘমেয়াদে মাটির উর্বরতা ও পরিবেশের জন্য ক্ষতিকর। পেঁয়াজ, সরিষা, গমসহ সব ধরনের ফসলে নির্ধারিত মাত্রায় সার প্রয়োগের পাশাপাশি মাটির স্বাস্থ্য সুরক্ষায় জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। এ ক্ষেত্রে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দিতে কৃষি বিভাগ সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।

তিনি বলেন, একক ফসলের ওপর নির্ভরশীল না হয়ে মিশ্র বাগান, ফল ও সবজি একসঙ্গে চাষ এবং পারিবারিক পুষ্টি বাগান গড়ে তুললে আয় বৃদ্ধির পাশাপাশি পুষ্টি নিরাপত্তাও নিশ্চিত হবে।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মোস্তফা এমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক সাবিনা ইয়াসমিন, ঢাকা খামারবাড়ি প্রকল্প বাস্তবায়নের উপপরিচালক শাখাওয়াত হোসেন শরীফ এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরীফুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...