Logo Logo

ধান গবেষণার অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্রিতে ৬ দিনব্যাপী কর্মশালা শুরু


Splash Image

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও ধান গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ছয় দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা শুরু হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে গাজীপুরে ব্রির সদর দপ্তর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’-এর উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, "জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলায় ধান গবেষণাকে আরও যুগোপযোগী ও ফলপ্রসূ করতে হবে। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞানীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ জরুরি।"

ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম। এছাড়া আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও’র বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি, সিজিআইএআর-এর স্কেলিং ফর ইমপ্যাক্ট প্রোগ্রামের ডাইরেক্টর ড. টিমোথি জে. ক্রুপনিক ও আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট—ইরি’র বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারি।

ছয় দিনব্যাপী এই কর্মশালায় ব্রির বিভিন্ন বিভাগের ধান গবেষণার সর্বশেষ অগ্রগতি, অর্জন এবং সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই পর্যালোচনা থেকে দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে ধান গবেষণার সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা ও প্রয়োজনীয় করণীয় নির্ধারিত হবে। ব্রির সদর দপ্তরের এই আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা অংশগ্রহণ করছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...