“বিদআত” ঠেকাতে গুঁড়িয়ে দেওয়া হল মাজার, ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের দাবি, মাজারে মানুষ তাওয়াফ, পশু কোরবানি এবং মানত করার মতো কাজ করছিল, যা ইসলামী বিধানের পরিপন্থী এবং শিরক হিসেবে বিবেচিত হয়। আলেম পরিষদের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত নিয়ে স্থাপনাটি ভেঙে ফেলা হয়।
বালখ প্রদেশের পুণ্য প্রচার মন্ত্রণালয়ের প্রধান মাওলানা উবায়দুল্লাহ হাক্কানি জানান, পরিদর্শনকালে সেখানে একটি বস্তাভর্তি পুরনো কুরআনের পাণ্ডুলিপি পাওয়া যায়, যা অবমাননাকরভাবে ময়লার স্তুপের মতো ফেলে রাখা হয়েছিল। তিনি আরও বলেন, সম্প্রতি অনেক নারী, বিশেষ করে বুধবারের দিন, মাজারে গিয়ে মনোবাসনা পূরণের জন্য নানা ইসলামবিরোধী আচার-অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকে মন্ত্রণালয়ের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, সমাজ থেকে বিদআত, শিরক এবং কুসংস্কার দূর করতে আরও কঠোর উদ্যোগ নেওয়া উচিত।
-এমএসকে