বিজ্ঞাপন
বুধবার (২ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় তারা। সমিতির সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসাইন লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ জুন ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে এই হামলা চালানো হয়।
তিনি জানান, "অবৈধভাবে হলে ওঠা" সংক্রান্ত একটি তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি ও অপমান করা হয়, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে অফিস ভাঙচুরে।
সাংবাদিক সমিতি জানায়, এই হামলা কেবল অফিস ভাঙচুর নয়, এটি বিশ্ববিদ্যালয়ের স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের ওপর সরাসরি আঘাত।
তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা না নিলে তারা মানববন্ধনে যাবেন।
তানভীর হোসাইন জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে এবং মামলা করার প্রক্রিয়া চলছে।
-মোঃ আওলাদ হোসেন হাবিপ্রবি,প্রতিনিধি
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...