Logo Logo
বাংলাদেশ

আল্লাহ বাঁচাইছে’: সাগর ডুবির পর জীবিত সাত জেলে!


Splash Image

ছবি-বঙ্গোপসাগরে ট্রলার ডুবি

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে ডুবে যায় একটি মাছ ধরার ট্রলার। ট্রলারটিতে থাকা সাতজন জেলে অলৌকিকভাবে বেঁচে ফেরেন। বুধবার (২ জুলাই) ভোর ৪টায় কুয়াকাটা উপকূল থেকে সমুদ্রে মাছ ধরতে যাত্রা করেন মাহবুব মাঝিসহ সাতজন।


বিজ্ঞাপন


সমুদ্র ছিল উত্তাল। এক পর্যায়ে বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডুবে যায়।

ট্রলারে থাকা দুই জেলে পট (ভেসে থাকার ডিভাইস) ধরে ভেসে থাকতে থাকেন। পরে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে। তাদের কাছ থেকে বাকি পাঁচ জেলের অবস্থান জেনে উদ্ধার অভিযান চালায় কুয়াকাটা টুরিস্ট পুলিশ, নৌ পুলিশ এবং স্থানীয় জেলেরা। বিকেল ৩টার দিকে সবাইকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধার হওয়া সাতজনের মধ্যে ছয়জন কুয়াকাটার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। তারা হলেন মাহবুব মাঝি (৩১), হাসান (৩৬), মামুন (৩২), তানজিল (২৮), ইসমাইল (৩০), মোস্তফা (৫০)। অপরজন তানিম (২০), যিনি বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান। তিনি বলেন, “খবর পেয়েই আমরা উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয় জেলেদের সহায়তায় অক্ষত অবস্থায় সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে।”

উদ্ধার শেষে জেলেরা প্রাথমিক চিকিৎসা নিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন। এ ঘটনায় উপকূলীয় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তবে সমুদ্রযাত্রার আগে আবহাওয়ার সতর্কতা মানার প্রতি গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।

- জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আরও পড়ুন

হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন