ছবি : সংগৃহীত।
বিজ্ঞাপন
ঢাকা মহানগরের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম আজ বৃহস্পতিবার এ রায় দেন। এ তথ্য নিশ্চিত করেছেন এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—তামজিদ আহমেদ ওরফে রুবেল, রাসেল চৌধুরী ওরফে চাক্কি রাসেল এবং মিনহাজুল আরেফিন ওরফে ভাগনে রাসেল। রায়ের পর তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে, খালাস পাওয়া চারজন হলেন—বিএনপি নেতা এম এ কাইয়ুম, তাঁর ভাই এম এ মতিন, শাখাওয়াত হোসেন এবং সোহেল ওরফে ভাঙারি সোহেল।
খালাসপ্রাপ্তদের আইনজীবী অ্যাডভোকেট ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, "রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাঁর মক্কেলদের এই মামলায় আসামি করা হয়েছিল। তবে আজ তাঁরা আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন।"
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের ফুটপাতে তাবেলা সিজারকে (৫১) গুলি করে হত্যা করা হয়। তিনি তখন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইসিডিএডির বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
এই ঘটনায় গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৬ সালের ২২ জুন পুলিশ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্রে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে পূর্বপরিকল্পিতভাবে ইতালির নাগরিক তাবেলা সিজারকে হত্যা করে।
জনপ্রিয়
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...