বিজ্ঞাপন
হেল্পডেস্কে শিক্ষার্থীদের জন্য ছায়াযুক্ত বসার স্থান, বিশুদ্ধ পানি, টিস্যু পেপার, স্যালাইনসহ প্রয়োজনীয় সহায়তা রাখা হয়। পাশাপাশি, পরীক্ষার্থীদের সিট খুঁজে দেওয়া, কলম, পেন্সিল, রাবার ও স্কেল সরবরাহের ব্যবস্থা করে শিবচর উপজেলা ও বরহামগঞ্জ কলেজ শাখা ছাত্রশিবির।
সকালের শুরু থেকেই ছাত্রশিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন। পরীক্ষার্থীদের যেন কোনো ধরনের অসুবিধা না হয়, সেজন্য তারা নিরলসভাবে দায়িত্ব পালন করেন।
উক্ত হেল্পডেস্ক পরিদর্শনে এসে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলার আমির ও শিবচর-১ (মাদারীপুর) আসনের এমপি প্রার্থী মাওলানা সারোয়ার হোসাইন মৃধা বলেন,
“আমাদের ছাত্রশিবিরের মানবিক ছেলেরা আজ নিজ উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার হাত বাড়িয়েছে। এমন মহতী কাজ অবশ্যই প্রশংসনীয়। ছাত্রশিবিরের কোমলমতি ছেলেরা আজ বিশ্ব দরবারে আমাদের গর্বিত করছে। আপনারা দেখেছেন, ‘জুলাই বিপ্লবে’ ছাত্রশিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি তাঁদের জন্য আন্তরিক দোয়া করি।”
হেল্পডেস্ক সম্পর্কে জানতে চাইলে পরীক্ষার্থীরাও সন্তুষ্টি প্রকাশ করে বলেন,
“ছাত্রশিবিরের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন শিবচর উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি রায়হান মাহমুদ, শিবচর থানার উপ-পরিদর্শক রেনুকা আক্তার, শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আল আমিনসহ আরও অনেকে।
প্রতিবেদক -সজিব খান