বিজ্ঞাপন
কে আসছে, কে যাচ্ছে—এমন নজরদারির জন্য নেই কোনো সুনির্দিষ্ট ব্যবস্থা।
বরিশাল ক্যাম্পাসে বর্তমানে প্রায় ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। এখানে রয়েছে দুটি আবাসিক হল, যেখানে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা অবস্থান করেন। অথচ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় মেইন গেটের অভাবে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।
শিক্ষার্থীরা জানায়, বারবার প্রশাসনের কাছে মেইন গেট নির্মাণের দাবি জানানো হলেও দীর্ঘ ১০ মাসেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাদের অভিযোগ, দাবি শুধু ফাইলচাপা ও আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে।
ডিভিএম ২০ ব্যাচের শিক্ষার্থী মো. সাইমুন হাসান বলেন,
“দীর্ঘদিন ধরে বরিশাল ক্যাম্পাস প্রধান ফটকহীন অবস্থায় আছে। সন্ধ্যার পর স্থানীয় লোকজন ও মাদকসেবীদের অবাধ চলাফেরা চলে ক্যাম্পাসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা এ নিয়ে চিন্তিত। প্রশাসনের কাছে আমাদের দাবি—দ্রুত নান্দনিক ও নিরাপত্তাবান্ধব মূল ফটক নির্মাণ করা হোক।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন,
“বরিশাল ক্যাম্পাসের উন্নয়নে ভিসি স্যার বিশেষ গুরুত্ব দিচ্ছেন। গেট নির্মাণের জন্য প্রয়োজনীয় কেনাকাটা ও আনুষঙ্গিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব সমস্যার সমাধান হবে।”
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,
“বরিশাল ক্যাম্পাসের মেইন গেটের ডিজাইন করা হয়েছে, টেন্ডারও দেওয়া হয়েছে। আশা করি খুব দ্রুত কাজ শুরু হবে। পাশাপাশি বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের অর্থায়নে মেইন গেটের দু’পাশে ১৪০ ফুট বাউন্ডারি দেওয়ার জন্যও টেন্ডার হয়েছে, এটিও দ্রুত শুরু হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবর মাসে বাস চলাচলের সুবিধার্থে ক্যাম্পাসের প্রধান ফটক ভেঙে ফেলা হয়েছিল।
প্রতিবেদক- মেহেদী হাসান।