Logo Logo
বাংলাদেশ

দুর্ভোগ কমাতে এলাবাসীর পাশে চেয়ারম্যান প্রার্থী!


Splash Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ৯ নম্বর মরিচপুরান ইউনিয়নের ভাঙাচোরা রাস্তাগুলো বালু ফেলে নিজ অর্থায়নে সংস্কার করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. ফরহাদ হোসেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে ইউনিয়নের ১, ২, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের গোজাকুড়া রঞ্জোর মোড় সংলগ্ন রাস্তায়, খলাভাঙা পাকা রাস্তার দক্ষিণ দিকে ৫০০ মিটার, কয়ারপাড় পুরাতন গোরস্থান সংলগ্ন মসজিদের কাঁচা রোড এবং মরিচপুরান ভূমি অফিস সংলগ্ন প্রায় সাড়ে আট কিলোমিটার রাস্তা বালু দিয়ে সংস্কার করেন তিনি। এ কাজে এলাকাবাসীও সহযোগিতা করেন।

সমাজসেবক হিসেবে এলাকাজুড়ে পরিচিত হাজী ফরহাদ হোসেন বলেন,

“আমার সামর্থ্য অনুযায়ী এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছি। যাতে শিক্ষার্থীসহ সবাই নিরাপদে চলাচল করতে পারে। এলাকার মানুষ সবসময় আমাকে পাশে পায়, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

গোজাকুড়া গ্রামের লোকমান হোসেন বলেন,

“প্রতিদিন প্রায় ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ মানুষ এই রাস্তাগুলো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করত। ফরহাদ ভাইয়ের উদ্যোগে এলাকাবাসী মিলে রাস্তা মেরামত করায় এখন সবাই স্বস্তিতে চলাচল করতে পারবে।”

গাড়িচালক বাবুল বলেন,

“আগে রাস্তায় দুর্ঘটনার ঝুঁকি ছিল, এখন বালু দেয়ায় ঝুঁকি কমে গেছে। শিক্ষার্থীরাও এখন নিরাপদে স্কুলে যেতে পারবে।”

এ সময় মরিচপুরান ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আ. জলিল বলেন,

“ভাঙা রাস্তা মেরামতে সংশ্লিষ্ট দপ্তরে আবেদন পাঠানো হয়েছে। অনুমোদন পেলে কাজ শুরু হবে। তবে কেউ স্বেচ্ছায় রাস্তা সংস্কার করলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।”

-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম