বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন,
"জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ফিরে পেয়েছি বাকস্বাধীনতা। গত ১৭ বছরে নিজেদের মতামত, আবেগ, অনুভূতি প্রকাশের সুযোগ ছিল না। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাতৃভূমিকে নতুন করে পেয়েছি। এজন্য অভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনা করি।"
তিনি আরও বলেন,
"তরুণ প্রজন্ম জানে কীভাবে অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করতে হয়, কীভাবে ভয়-ভীতি উপেক্ষা করে নিজের কথা বলতে হয়। আজ আমাদের সামনে যে দেশ দাঁড়িয়ে আছে, তাকে নতুন করে গড়তে তরুণদের ঐক্য ও সংহতি ধরে রাখতে হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। তিনি বলেন,
"জাতিসংঘের এই প্রতিবেদন একটি গুরুত্বপূর্ণ দলিল, যা ভবিষ্যতে প্রমাণ ও রেফারেন্স হিসেবে ব্যবহার করা যাবে। এই প্রতিবেদনের ভিত্তিতে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। জুলাই আমাদের প্রেরণা জোগায়, হতাশ হওয়ার কিছু নেই। বরং এর মর্যাদা রক্ষায় তরুণদের আরও ঐক্যবদ্ধ হতে হবে।"
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন প্রধান পুনম চক্রবর্তী, ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক আবুল বাশার এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের প্রভাষক আইরিন আজহার ঊর্মি।
জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের মানবাধিকার কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের মূল অনুসন্ধান ও প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্য দেন এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম।
শহিদ পরিবারের পক্ষে বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে শহিদ ইয়াছিনের ভাই মোঃ বাবু।
এছাড়া অভ্যুত্থানের প্রেক্ষাপট ও ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের শিক্ষার্থী আল শাহরিয়ার, ইংরেজি ডিসিপ্লিনের আয়মান আহাদ, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আব্দুল্লাহ আল শাফিল এবং ব্যবসায়ী স্নিগ্ধা সুলতানা মুন্নি।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী মোসাঃ জারিন তাসনিম স্বর্ণা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী অর্পিতা।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
-খুবি প্রতিনিধি