বিজ্ঞাপন
নিহতরা হলো সিহাব হোসেন (৯) ও সোহান আলী (৮)। দুজনেই লাহিড়ী হাফেজিয়া মাদ্রাসার ছাত্র এবং ছোট লাহিড়ী গ্রামের দবিরুল ইসলাম ও সফিরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে দাদির সঙ্গে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে যায় দুই ভাই। খেলতে খেলতে পুকুর পাড়ে গেলে সিহাব পা পিছলে পানিতে পড়ে যায়। ভাইকে বাঁচাতে সোহানও পানিতে ঝাঁপ দেয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।
স্থানীয়দের চেষ্টায় দীর্ঘক্ষণ পর তাদের মরদেহ উদ্ধার করা হয়। পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য পেরোলি বেগম জানান, এ ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গেছে, ঘটনা তদন্ত হচ্ছে।
-মোঃহুমায়ুন কবির রেজা ঠাকুরগাঁও প্রতিনিধি।