বিজ্ঞাপন
৮০ বছর বয়সী মোঃ মোকছেদ আলী লেবু বিক্রি করে জীবন চালান। তিনি দীর্ঘ ৩-৪ বছর ধরে অন্যের টিউবওয়েল থেকে পানি এনে খেতেন। বিষয়টি স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ইউএনওর দৃষ্টিতে আসলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। অল্প সময়েই টিউবওয়েল বসিয়ে দেন উপজেলা প্রশাসনের উদ্যোগে।
মোকছেদ আলী আবেগভরে বলেন, ‘৩-৪ বছর ধরে চেয়ারম্যান-মেম্বারদের অনেক বলেছি, কেউ আমারে পানি খাওয়ার কল দেয়নি। আল্লাহ ইউএনও স্যার আর ওই দুই ছেলেকে ভালো রাখুক, আজ আমার দুঃখ শেষ।’
এ বিষয়ে ইউএনও ফারজনা আক্তার ববি বলেন, ‘প্রতিটি মানুষ নিরাপদ পানির অধিকার রাখে। আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে চেষ্টা করেছি অসহায় পরিবারের পাশে থাকতে।
-সারোয়ার হোসাইন, নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর