হাটহাজারীতে মডেল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের দৃশ্য
বিজ্ঞাপন
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি জানান, অন্যান্য মডেল মসজিদগুলোর তুলনায় এই মসজিদ নির্মাণে ব্যয় কিছুটা বেশি হবে। কারণ, এ প্রকল্পের জন্য কিছু জমি অধিগ্রহণ করতে হয়েছে। তিনি আরও বলেন, মসজিদ নির্মাণে মোট বরাদ্দ ধরা হয়েছে ১১ কোটি ৮৯ লাখ টাকা।
ধর্ম উপদেষ্টা আরও জানান, এই মসজিদ হবে তিনতলা বিশিষ্ট। এতে একসঙ্গে ১,২০০ মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি থাকবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র, ইমামদের প্রশিক্ষণ কেন্দ্র, মৃত ব্যক্তিদের গোসলের ব্যবস্থা, গাড়ি পার্কিং সুবিধা, অতিথিদের থাকার স্থান, প্রতিবন্ধীদের জন্য নামাজের ব্যবস্থা ও একটি এতিমখানা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা খলিল আহমদ কুরাইশী, শায়খুল হাদিস মাওলানা শেখ আহমদ ও মুফতি জসিম উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলম, মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের জমি নির্বাচন কমিটির সদস্য অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান।
এ সময় আরও উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মাহমুদ হোসেন, পিআইও নিয়াজ মোর্শেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের শেষে মোনাজাত পরিচালনা করেন হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা শেখ আহমদ সাহেব।