Logo Logo
জাতীয়

‘পাকিস্তানপন্থা বাদ না দিলে রাজনীতি নয়’ — বার্তা তথ্য উপদেষ্টার


ভোরের বাণী

Splash Image


বিজ্ঞাপন


তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম একাত্তরের যুদ্ধাপরাধের প্রশ্নে নতুন করে স্পষ্ট ও কঠোর অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, “একাত্তরের প্রশ্ন মীমাংসা করতেই হবে। যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে।” শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘দুটি কথা’ শিরোনামে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে মাহফুজ আলম লিখেছেন, “পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। বরং তারা ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান দিয়ে যাচ্ছে। এসব বন্ধ করতেই হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোট্যাজ বন্ধ করতে হবে।”

তিনি আরও বলেন, “মুজিববাদী বামদের কোনো ক্ষমা নেই। এরা গুম, খুন ও আন্দোলনে হত্যার মস্তিষ্ক। লীগে দালালি করে এরা এখনও বহাল তবিয়তে আছে। এরা কালচারালি ও বৌদ্ধিকভাবে জুলাইয়ের পক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।”

এই পোস্টের পরপরই রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়। এর আগে আরেকটি পোস্টে মাহফুজ আলম জানান, “আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত হয়েছে। দল হিসাবে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি হবে।”

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ চলমান থাকা পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত রাখার রূপরেখা। শনিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-তে রাত ৮টায় এবং সভা শেষে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল রাত ১১টায় সংবাদ ব্রিফিংয়ে এই সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন।

এই পদক্ষেপের মাধ্যমে অন্তর্বর্তী সরকার একদিকে যুদ্ধাপরাধের মীমাংসা চায়, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর পাকিস্তানপন্থী নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বড় একটি টার্নিং পয়েন্ট।

বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনেকেই বলছেন, এমন সিদ্ধান্ত রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করবে এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে নতুন মাত্রা যোগ করবে।

আরও পড়ুন

নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
হাবিপ্রবিতে  দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম