বিজ্ঞাপন
শনিবার (৫ জুলাই) সকালে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি ছাত্রদলের কেন্দ্রীয় ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
জানা গেছে, গত ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে হল সুপারের অনুমতি ছাড়াই ছাত্রদলকর্মী শামীম আশরাফীর নেতৃত্বে এক শিক্ষার্থীকে হলে তুলতে উদ্যোগ নেওয়া হয়। এ ঘটনার খবর হাবিপ্রবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে সংবাদ আকারে প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের জের ধরে গত ৩০ জুন হাবিপ্রবিসাসের অফিসে প্রবেশ করে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে ছাত্রদলকর্মী শামীম আশরাফীর বিরুদ্ধে। এতে সাংবাদিক সমাজের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।
তদন্ত কমিটির সদস্যরা ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে কেন্দ্রীয় সংসদকে দ্রুত রিপোর্ট প্রদানের নির্দেশনা পেয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদল জানিয়েছে, প্রকৃত ঘটনা উদঘাটনের পর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
-হাবিপ্রবি প্রতিনিধি