Logo Logo

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু


Splash Image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ নাঈম (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতোলা এলাকার বলিরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নাঈম ওই এলাকার ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা আইয়ুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে নাঈম নিজ বাড়ির নির্মাণাধীন ভবনের ছাদে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন নাঈম। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে আমরা খোঁজ-খবর নিচ্ছি।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রতিবেদক - গিয়াস রনি, নোয়াখালী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...