বিজ্ঞাপন
নিখোঁজ চারজন হলেন—রামু বাইপাস এলাকার আনসার উল্লাহর ছেলে আবদুল হামিদ ছমির, সৈয়দ উল্লাহর ছেলে সাহেদ সৈয়দ, কাউয়ারখোপ বৈলতলী এলাকার নজরুল ইসলামের ছেলে মোস্তফা কামাল এবং কলিম উল্লাহর ছেলে উমর ফারুক ইমন।
নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার জানায়, তারা সবাই শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে নিজ নিজ বাসা থেকে বাইপাস মসজিদের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মিলছে না। সম্ভাব্য আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্বিগ্ন পরিবারগুলো রামু থানায় সাধারণ নিখোঁজ ডায়েরি করেন।
রামু থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. ফরিদ জানান, “নিখোঁজ শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে ইতোমধ্যে তাদের সন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।”
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত নিখোঁজদের সন্ধান ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
প্রতিবেদক - মোহাম্মদ শাহজাহান, রামু, কক্সবাজার।