Logo Logo
ক্যাম্পাস

হাবিপ্রবিতে ভাঙচুর: তদন্ত কমিটির সদস্যের স্ক্রিনশট ভাইরাল!


Splash Image


বিজ্ঞাপন


দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ছাত্রদল কর্মী শামীম আশরাফীর নেতৃত্বে হাবিপ্রবি সাংবাদিক সমিতির (হাবিপ্রবিসাস) অফিসরুমে ভাঙচুরের ঘটনায় অভিযুক্তকে বাঁচাতে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে মানববন্ধন করার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত কমিটিরই এক সদস্য—এমন একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শনিবার (৫ জুলাই) সকালে হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে ভাঙচুরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জকির উদ্দিন আবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাব্বি হাসান এবং সাইদুল ইসলাম।

তবে তদন্ত কমিটি গঠনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে, যেখানে মো. রাব্বি হাসান একটি বার্তায় লিখেছেন—

"একটা মানববন্ধন করাও, ছেলেটার ব্যাচমেটগুলো দিয়ে। করতে পারলে খুব ভালো হবে।"

এ বিষয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি গোলাম ফাহিমুল্লাহ বলেন,

"কেন্দ্রীয় সংসদের তদন্ত কমিটি তদন্ত শুরুর আগেই যখন একটি বিভাগকে সাংবাদিক সমিতির বিরুদ্ধে দাঁড় করানোর পরামর্শ দেয়, তখন স্বাভাবিকভাবেই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে। আমাদের এখন মনে হচ্ছে, এ তদন্ত কমিটি আসলে ‘আইওয়াশ’ মাত্র।”

সাধারণ সম্পাদক তানভীর হোসাইন বলেন,

"আমরা ভেবেছিলাম কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত কমিটি সঠিক তদন্ত করবে। কিন্তু কমিটি গঠনের কিছু সময় পরেই স্ক্রিনশট ভাইরাল হয়েছে, যেখানে তদন্ত কমিটির একজন সদস্য দোষীদের পক্ষ নেওয়ার চেষ্টা করছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এখন আমরা নিশ্চিত নই, তারা সঠিক তদন্ত রিপোর্ট দেবে কিনা। এই তদন্ত কমিটির ওপর আমাদের কোনো আস্থা নেই।”

এ বিষয়ে জানতে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য মো. রাব্বি হাসানকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।

-হাবিপ্রবি প্রতিনিধি

আরও পড়ুন

জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলন
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ
নড়াইলে জেলা বিএনপির মৌন মিছিল ও সমাবেশ