Logo Logo
জাতীয়

বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা


Splash Image

ছবি : সংগৃহীত।

বাংলাদেশে বর্তমানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


বিজ্ঞাপন


রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশিদের 'জঙ্গি' হিসেবে চিহ্নিত করার বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “যে তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে, তারা কেউই জঙ্গি নয়। মূলত তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রেস রিলিজও প্রকাশ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচজনের কথা বলেছেন, তারা এখনও বাংলাদেশে আসেননি। তাদের বিষয়ে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে। আমরা বিষয়টি তদন্ত করে দেখব। তবে এদের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের জঙ্গি সম্পৃক্ততা নেই।”

মালয়েশিয়ার আইজিপির বক্তব্য বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সে দেশের আইজিপি কী বলেছেন, আমি জানি না। আমরা সরকারি পর্যায়ে এ পর্যন্ত কোনো অফিসিয়াল বার্তা পাইনি। বিভিন্ন মাধ্যমে যেসব তথ্য এসেছে, সেগুলোর ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজ দিয়েছে।”

বাংলাদেশে জঙ্গিবাদের বর্তমান অবস্থা সম্পর্কে জাহাঙ্গীর আলম বলেন, “আপনাদের (মিডিয়ার) সহযোগিতায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। এক্ষেত্রে আপনাদেরই সবচেয়ে বেশি কৃতিত্ব রয়েছে। গত ১০ বছরে আপনারা জঙ্গিবাদের কোনো তথ্য দিতে পেরেছেন? যখন ছিল, তখন দিয়েছেন। এখন নেই, তাই দিতে পারছেন না।”

ভবিষ্যতে বাংলাদেশকে জঙ্গি তকমা দেওয়ার চেষ্টার বিষয়ে তিনি বলেন, “এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে।”

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ