Logo Logo
জাতীয়

নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু হয়েছে শোকাবহ তাজিয়া মিছিল


Splash Image

ছবি : সংগৃহীত।

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর পুরান ঢাকায় শিয়া সম্প্রদায়ের শোকাবহ তাজিয়া মিছিল শুরু হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ের মধ্যে রোববার (৬ জুলাই) সকাল ১০টায় ৪০০ বছরের ঐতিহাসিক হোসনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি যাত্রা করে।


বিজ্ঞাপন


প্রতিবছরের মতো এবারও মিছিলটি হোসনি দালান থেকে শুরু হয়ে আজিমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সায়েন্সল্যাব এলাকা ঘুরে ধানমন্ডিতে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীদের অধিকাংশকে কালো পোশাকে দেখা গেছে। তাদের কারও হাতে প্রতীকী ছুরি, কারও হাতে আলাম, পতাকা, নিশান, বেস্তা কিংবা বইলালাম দেখা যায়—সবকিছুতেই ফুটে উঠেছে কারবালার শোকাবহ স্মৃতি।

মিছিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে। মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশের পাশাপাশি র‌্যাব, সেনাবাহিনী, সোয়াট, ফায়ার সার্ভিস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছে। সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও লক্ষণীয়। মিছিল যেসব সড়ক অতিক্রম করছে, সেসব এলাকায় ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে রাখছে।

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এই দিনে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা শহীদ হন। এ শোক স্মরণে প্রতিবছর মহররমের ১০ তারিখে শিয়া সম্প্রদায়ের লোকজন দেশে-বিদেশে তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

আরও পড়ুন

কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
কুফরি বা শিরক করে ফেললে করণীয় কী? হতাশ না হয়ে জেনে নিন ইসলামের দিকনির্দেশনা
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ
নামাজে সাহু সিজদা দিতে ভুলে গেলে করণীয় কী? জেনে নিন ইসলামিক দৃষ্টিকোণ