Logo Logo

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন লুটপাট আওয়ামী লীগের বড় নিদর্শন : উপদেষ্টা আসিফ


Splash Image

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন ও অবিশ্বাস্য স্কেলের লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নিদর্শন—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।


বিজ্ঞাপন


রোববার (০৬ জুলাই) এক ফেসবুক পোস্টে তিনি বলেন, “আমার চাওয়া-পাওয়ার কিছু নাই। আমি আসছি মানুষকে দিতে”— মুখে এই কথা বলে স্বৈরশাসক শেখ হাসিনা যতই ফেনা তুলুন না কেন, বাস্তব চিত্র এখন উন্মোচিত। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লাগামহীন এবং অবিশ্বাস্য স্কেলের এই লুটপাট আওয়ামী লীগ আমলের এক বড় নিদর্শন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ আরও উল্লেখ করেন, শিল্পী দেবাশিস চক্রবর্তী ‘জুলাই প্রিলিউড’ সিরিজের ৫ থেকে ৮ নম্বর পোস্টার এঁকেছেন এই লুটপাটকে কেন্দ্র করে। তিনি জানান, “জুলাই ২০২৪-এর অন্যতম যোদ্ধা শিল্পী দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রামের’ অংশ হিসেবে এসব পোস্টার ডিজাইন করছেন।”

আসিফ মাহমুদ সজীব আরও বলেন, “শুরুতে দশটি পোস্টার ধারাবাহিকভাবে প্রকাশের পরিকল্পনা থাকলেও, সবার অনুরোধ ও অনুপ্রেরণায় শিল্পী পোস্টারের সংখ্যা বাড়াতে সম্মত হয়েছেন।”

ফেসবুক পোস্ট অনুযায়ী, এই পোস্টার সিরিজে ফুটে উঠবে—কেন ‘জুলাই’ অনিবার্য হয়ে উঠেছিল এবং সেই সময় কী ঘটেছিল।

উল্লেখ্য, শিল্পী দেবাশিস চক্রবর্তীর তুলিতে প্রতিটি পোস্টার যেন হয়ে উঠেছে জুলাইয়ের রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাষ্ট্রীয় কাঠামোয় সংঘটিত নৈরাজ্যের এক একটি দৃশ্যচিত্র।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...