বিজ্ঞাপন
কারণ, বর্তমান অনেক ইমাম ইমামতিকে সেবার দায়িত্ব না মনে করে চাকরি হিসেবে নিয়েছেন। অথচ ইমামরা চাইলে সমাজ বিনির্মাণে বড় ভূমিকা রাখতে পারেন। সমাজের মানুষ যদি ইমামদের কাছে সালিশের জন্য যেত, তবে সমাজে কোরআন-সুন্নাহভিত্তিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হতো। শাসনের মাধ্যমে নয়, বরং মানুষের অনুভূতি জাগিয়ে তুলেই সমাজে শান্তি আনা সম্ভব।
রবিবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ষান্মাসিক সম্মেলনে এসব কথা বলেন সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।
তিনি আরও বলেন, বর্তমানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রাজনৈতিক ব্যক্তিরা থাকেন, যারা অনেক সময় কোরআন-হাদিসের আলোচনার বিরোধিতা করেন। তারা এ পদটিকে কেবল সামাজিক অবস্থান তৈরির মাধ্যম হিসেবে ব্যবহার করেন।
মাসুদ সাঈদী বলেন, ৫ আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার ইমামদের জন্য ১২ হাজার টাকা ভাতা প্রদানের ঘোষণা দিয়েছিল। কিন্তু অজানা কারণে এখনো সেই ভাতা চালু হয়নি। আমরা এই সম্মেলন থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি— শুধু ভাতা নয়, ইমামদের চাকরি অবশ্যই জাতীয়করণ করতে হবে।
সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী বলেন, ইমামদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, মসজিদের ভেতরে সকল মত ও দলের মানুষ একত্রিত হন— যেটা রাজনৈতিক সরকারও করতে পারে না। তাই ইমামরা যদি দায়িত্বশীলতা নিয়ে কাজ করেন, তাহলে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব।
তিনি আরও বলেন, কওমি আলেম ও আলিয়া আলেম— উভয়ই কোরআন-হাদিস পড়েন। তাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজে পরিবর্তন অবশ্যই আসবে।
রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই মনে করেন রাজনীতি করা তাকওয়ার পরিপন্থী। তিনি প্রশ্ন রাখেন— যদি রাজনীতি তাকওয়ার পরিপন্থী হয়, তবে রাসূল (সা.), হযরত আবু বকর (রা.) ও হযরত ওমর (রা.) কীভাবে তাকওয়া বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করেছেন?
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ বলেন, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা, আগামীর প্রজন্মকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা, নারীদের অধিকার নিশ্চিত করা, মাদক নির্মূল, খাদ্যে ভেজাল রোধ, বাল্যবিবাহ বন্ধসহ সমাজ গঠনে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি ইমামদের এসব বিষয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।
মাওলানা জাকির হোসাইন এর সঞ্চালনায় মুফতি মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, অধ্যক্ষ জহিরুল হক, বিভাগীয় সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল মামুন, ড. আব্দুল্লাহিল মাহমুদসহ বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধিরা।
-নাছরুল্লাহ আল কাফী, পিরোজপুর